Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওশিন গ্রুপ চ্যাম্পিয়ন

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এনার্জিপ্যাক বিজয় দিবস স্কোয়াশের ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ওশিন গ্রুপ। গতকাল নৌবাহিনী সদর দফতর স্কোয়াশ কোর্টে এই বিভাগের ফাইনালে ওশিন গ্রুপ ২-০ সেটে গুলশান ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয়। এই বিভাগে তৃতীয় হয়েছে অলিম্পিক গ্রুপ। ঊর্ধ্ব-৪৫ বিভাগে গুলশান ক্লাব ২-১ সেটে নৌবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সাবেক এক নম্বর স্কোয়াশ খেলোয়াড় ও বর্তমানে ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদ হারেন গুলশান ক্লাবের বিশুলালের কাছে এবং ক্যাপ্টেন জামিল হেরে যান গুলশান ক্লাবের তারেকের কাছে। তবে নৌবাহিনীর কমান্ডার গণি হারান গুলশান ক্লাবের ইশরাদকে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ছাড়াও যথাক্রমে ৫০ ও ৩০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, নৌবাহিনীর সহকারী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ সাইফুল কবির, এনার্জিপ্যাকের রবিউল আলম এবং র‌্যাকেট এন্ড স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওশিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ