Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেমন আছেন নওশিন আলি সরদার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

‘কুসুম’ আর নওশিন আলি সরদার একসময় এক হয়ে গিয়েছিল। এত নিখুঁতভাবে তিনি ধারাবাহিকটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন তাতে তিনিই যেন চরিত্রটিতে পরিণত হয়ে গিয়েছিলেন আর তার মাঝেই সংগ্রামরত মধ্যবিত্ত নারীরা তাদের প্রতিফলন দেখতে পেত। ‘কুসুম’ শেষ হয়েছে অনেক আগে। কেমন আছেন নওশিন? অভিনেত্রী জানিয়েছেন এর মধ্যে আধ্যাত্মিকভাবে তারে অনেক বিবর্তন হয়েছে। তিনি বলেন, “অনেকের মত ২০২০ ছিল আমার জন্য নিকৃষ্ট এক বছর। অনিশ্চিত ভবিষ্যৎ দেখে একধরণের ডুবে যাবার অনুভূতি ছিল। সমস্যা আরও বেড়ে যায় যখন আমার মা আমার এক আত্মীয়ের বাড়িতে আটকা পড়ে যায়। লকডাউনের সময় একেবারে নিঃসঙ্গ হয়ে পড়েছিলাম।” “জঘন্য এক অভিজ্ঞতা। মা আসার আগে পর্যন্ত মনে হয়েছে যেন জেলে আছি। ২০২১ছিল আমার জন্য সেরে ওঠার বছর, ২০২০ সালের বিষন্নতা কাটিয়ে উঠেছি এই সময়। এই সময়টাতে সব দুশ্চিন্তা কোনোভাবে দূর হয়েছে আর আধ্যাত্মিক বিবর্তন হয়েছে আমার আরও শক্তি অর্জন করেছি। এখন আমার জন্য প্রতিটা দিনই নতুন দিন।” নওশিন ‘আলাদিন নাম তো সুনা হোগা’ ‘গঙ্গা’ এবং ‘দি অ্যাডভেঞ্চার অফ হাতিম’ সহ বেশ কিছু টিভি অনুষ্ঠানে কাজ করেছেন। তিনি বলেন, আই ওটিটিতে কাজ করছি। ২০২২ আমার জন্য খুব প্রতিশ্রুতিশীল। কাজকে সীমাবদ্ধ করিনি। থিয়েটার, মডেলিং, মিউজিক ভিডিও, ফিল্ম, মঞ্চ অনুষ্ঠানে কাজ করছি। জনপ্রিয়তার কথা ভাবছি না, কাজই প্রথম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওশিন আলি সরদার

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ