Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান ফটকে নিরাপত্তা চাই

চিঠিপত্র

মো. রবিউল ইসলাম | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:২১ এএম

স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হলো ইসলামী বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। বাংলাদেশের অন্যতম ব্যস্ততম মহাসড়ক এটি যা মোংলা বন্দরের সাথে সংযুক্ত। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অংশটুকু সম্পূর্ণ অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ। এটি দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রায় ১৮০০০ শিক্ষার্থীর আনাগোনা। অথচ, এর প্রধান ফটকের রাস্তাটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত করার কোনো উদ্যোগ নেই। রাস্তার একদিকে অর্ধেক গতিরোধক থাকলেও তা ক্ষয় হতে হতে ধ্বংসপ্রাপ্ত। এর ফলে প্রতিনিয়ত অসংখ্য শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা এখন সময়ের দাবি, কাজেই প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রধান ফটকের সামনে দু’দিকে দুটি গতিরোধক এবং অন্তত একটি পথচারী পারাপার সেতু নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন