মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের ৪ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর করা চুক্তিকে বৈধ হিসেবে স্বীকৃতি দিলেন দেশটির সাংবিধানিক আদালত। খবর বার্তা সংস্থা এপির।
গেল শুক্রবার এক চুক্তি সইয়ের মাধ্যমে প্রায় ৯০ হাজার বর্গকিলোমিটার এলাকা রুশ ফেডারেশনে যুক্ত করেন ভ্লাদিমির পুতিন। এক ভাষণে পুতিন বলেন, খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্কের বাসিন্দারা আজীবনের জন্য রাশিয়ার নাগরিক হয়ে গেলেন। যেকোনো মূল্যে নিজ দেশ রক্ষা করবেন তারা।
অবশ্য অঞ্চলগুলো পুনরুদ্ধারের জোরালো ঘোষণা দিয়েছে ইউক্রেন। এরইমধ্যে দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর লিমান দখলমুক্ত করার দাবিও জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। তারা ঘেরাও করেছে বিপুল সংখ্যক রুশ সেনাকে।
শুরু থেকেই ভুয়া গণভোটের তীব্র সমালোচনা করে আসছে পশ্চিমা রাষ্ট্রগুলো। হুঁশিয়ার করেছে, জোরপূর্বক অঞ্চল দখল করায় রাশিয়ার ওপর জোরালো নিষেধাজ্ঞা আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।