বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারী পৌরসভার তিন নম্বর ওয়াডের কাউন্সিল এবং প্যানেল মেয়র-১ সামসুল হকের সাময়িকভাবে বরখাস্তদেশ আগামী ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। সেই সঙ্গে আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট দফতর, নীলফামারী জেলা প্রশাসক, নীলফামারী পৌর মেয়র ও পৌর সভার সচিব সহ ৭ জনকে কারণ দর্শানোর জন্য আদেশও প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী বড় বাজার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি অবগত করেন সামছুল হক। তিনি জানান, তার বিরুদ্ধে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য রিট পিটিশনের প্রেক্ষিতে মহামান্য হাইকোটের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিক ও শেখ হোসেন আরিফ সমন্বয়ে গঠিত বেঞ্চের উক্ত আদেশের কপি তুলে ধরে জানান উচ্চ আদালত গত ২৯ নভেম্বর এই আদেশ প্রদান করেন। এ বিয়য়ে সামসুল হক আরো জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খলিল আহমদ গত ১৮ আগষ্ট ২০১৬ইং স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০৬.১৬-৯৭৮ নং স্মারকে আদেশ দিয়েছিলেন যে, সামসুল হকের বিরুদ্ধে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত নারী শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা রয়েছে। যাহার মামলা নং-১২২/০৫। তারই আলোকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ এর উপ ধারা (১) মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সামসুল হক জানান, পুলিশের তদন্তে আদালতে দাখিলকৃত অভিযোগপত্রে আমাকে অব্যাহতিও দেয়া হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।