Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদমদীঘির পূজামন্ডপ পরিদর্শন করলেন বগুড়ার এসপি

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ৭:০৮ পিএম

আদমদীঘির শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রর্বতী। তিনি গত শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি সান্তাহার শহরের রথবাড়ি সার্বজনীন রাধামাধব মন্দির কমিটির সভাপতি প্রদীপ ভৌমিকের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, আদমদীঘির ওসি মো. রেজাউল করিম রেজা, সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী, উপ পরিদর্শক রকিব হাসান আদমদীঘি উপজেলা পূজা ্উৎযাপন কমিটির সভাপতি বাপ্পা দেবনাথ। প্রধান অতিথি সুদীপ কুমার চ্ক্রর্বতী বলেন, প্রতিটি পূজামন্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ