পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। পূজামন্ডপগুলোতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। শুধু পূজা নয়, সব ধর্মীয় উৎসবে নিরাপত্তা বাহিনী কাজ করছে। গতকাল মঙ্গলবার রাজধানীর স্বামীবাগে লোকনাথ মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। ধর্ম যার যার উৎসব সবার, এ নীতিতে বিশ্বাসী বাংলাদেশের মানুষ। যারা দেশে ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তাদের কঠোরভাবে দমন করা হয়েছে।
অন্যদিকে গতকাল মঙ্গলবার রাজধানীর সিদ্ধেশ্বরী পূজামন্ডপ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা মহামারি চলছে। বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবু, সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকতে হবে। এজন্য অবশ্যই মাস্ক পরে পূজামন্ডপে আসতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার বিকল্প নেই।
তিনি বলেন, রাজধানীর প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পোশাক পরিহিত পুলিশের সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দারাও কাজ করছেন। বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।