Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানির কফিনের পাশে হাঁটা সৈনিকের লাশ পাওয়া গেল লন্ডনের ব্যারাকে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১১:৪৩ এএম

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় দায়িত্ব পালন করা এক কিশোর সৈনিক লন্ডনের একটি সেনা ব্যারাকে মারা গেছেন। যুক্তরাজ্যের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার বিকেল ৪টার আগে লন্ডনের হাইড পার্ক ব্যারাকে ১৮ বছর বয়সী অশ্বারোহী সেনা সদস্য জ্যাক বার্নেল উইলিয়ামসকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
জানা গেছে, উইলিয়ামস ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে ওয়েলিংটন আর্চ পর্যন্ত রানির কফিনের সাথে হেঁটেছিলেন।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তার মৃত্যুর কারণ তদন্ত করতে মরদেহ পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া সেনাবাহিনী বলেছে, উইলিয়ামসের মৃত্যু অপ্রত্যাশিত এবং তারা এটিকে সন্দেহজনক হিসেবে দেখছে না।
কিশোর উইলিয়ামস ব্লুজ এবং রয়্যালসে কাজ করেছিলেন। প্রয়াত রানির জন্য রাষ্ট্রীয় শোক পালনের সময় বেশ কয়েকটি অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন। বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির কফিন নিয়ে যাওয়ার সময় তিনি রাজা চার্লস তৃতীয় এবং রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন।
উইলিয়ামসের মৃত্যুতে তার পরিবার এবং বন্ধুরা শ্রদ্ধা নিবেদন করেছে। ছেলের মৃত্যুতে উইলিয়ামসের মা লরা বলেছেন, ‘কখনো ভাবিনি যে আমি এই কথা বলব। কিন্তু গতকাল আমাদের চমৎকার ছেলে উইলিয়ামসের মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়েছি।’
সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘দুঃখের সাথে আমরা ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে হাইড পার্ক ব্যারাকে জ্যাক বার্নেল উইলিয়ামসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছি।’
তিনি আরো বলেছেন, ‘এই কঠিন সময়ে তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমরা তাদের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি।’
অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘১৮ বছর বয়সী এক ব্যক্তিকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়েছে এবং তার নিকটাত্মীয়দের জানানো হয়েছে। মৃত্যুটি অপ্রত্যাশিত ছিল। তবে মৃত্যুর তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তারা প্রতিবেদন তৈরি করতে পরীক্ষককে সাহায্য করবে।’ সূত্র : ইনডিপেনডেন্ট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ