বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে মা সহ উভয় পক্ষের ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৯শে সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের বাসন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলো- হাবিব সিকদার (৫০), তার মাতা আমেনা বেগম (৭০), স্ত্রী মাহফুজা বেগম (৪৫), ছেলে শফিকুল ইসলাম (২৯), নিকট আত্মীয় হেলেনা বেগম (৪৭)। অপর পক্ষের মজিবর শিকদার (৪৮) ও তার স্ত্রী জাকিয়া বেগম (৪৫)। এরা সকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাসন্ডা গ্রামের মৃত ওসমান শিকদারের দুই ছেলে হাবিব সিকদার ও মজিবর শিকদারের মধ্যে পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে একপক্ষ অপরপক্ষকে লাঠিসোটা ও দেশীয় দা দিয়ে হামলা করে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।