Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের যে ৪ অঞ্চলকে নিজেদের ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৯ পিএম | আপডেট : ৮:৪৭ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২২

ইউক্রেনের যে চারটি অঞ্চলে রাশিয়া গণভোট করেছে সে অঞ্চলগুলোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ঘোষণা করতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবারই রুশ বাহিনীর দখলে থাকা খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর দখলকৃত ইউক্রেনের চার অঞ্চলে গণভোট গ্রহণ করা হয়। এতে বিপুল জয় পাওয়ার দাবি করে রাশিয়া।

মস্কোর দাবি, চার অঞ্চলের বেশিরভাগ মানুষই রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন। তবে, এ ভোট কার্যক্রমের নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব।

২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল। ইউক্রেনের ক্ষেত্রেও সে একই কৌশল অবলম্বন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এমনটি ঘটলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরে যাবে বলে শঙ্কা বাড়ছে। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ