Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু নির্বাচনের পথে বাধা: পিটার হাস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৯ পিএম

অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু নির্বাচনের পথে বাধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুশলানে মিট দ্যা অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন কমিশনের একার নয়। সরকার ও রাজনৈতিক দলের দায়িত্ব আছে।

অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেন পিটার হাস। বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো দলকে সমর্থন করেন। তবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।

সংসদ নির্বাচনের আগে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ উদ্বেগজনক বলে মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যা ও গুম ইস্যুতে আশানুরূপ উন্নতি করতে পারেনি বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন রাষ্ট্রদূত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ