Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

পূজা উদ্বোধনে কাঁধে ঢাক তুলে বাজালেন মমতা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:২২ এএম

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একটু অন্যরকমভাবে মানুষের সাথে মিশে যাওয়ার একটা ক্ষমতা রয়েছে তার।
মুখ্যমন্ত্রীর পরিচিত আবহ থেকে বেরিয়ে তাই তো গ্রামে গিয়ে তিনি চায়ের দোকানে ঢুকে সবাইকে চমকে দিয়ে নিজেই চা বানাতে শুরু করেন। নিজে খাওয়ার পাশাপাশি অন্যদেরও পরিবেশন করেন চা। আবার জনসংযোগে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিজ হাতে মোমা-ফুচকা বানিয়ে খাওয়ানোর রেকর্ডও রয়েছে তারা।
এবার নিজের স্বকীয়তার পরিচয় দিয়ে পূজা উদ্বোধনে গিয়ে কাঁধে ঢাক তুলে বাজালেন মমতা বন্দোপাধ্যায়। বুধবার কলকাতার একটি পূজার মণ্ডপে গিয়ে কাঁধে ঢাক তুলে নিয়ে বোল তুলতেও দেখা গেল তাকে।
মমতার সঙ্গে ঢাক বাজান কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীকে ঢাক বাজাতে দেখে খুশি হন সে সময় মণ্ডপে উপস্থিত মানুষজন। পূজার জন্য থিম সং-ও গেয়েছেন মমতা।
দুর্গাপূজা ঘিরে পশ্চিমবঙ্গে এখন উৎসবের আমেজ। এরই মধ্যে কয়েকশো পূজোর উদ্বোধন করে ফেলেছেন মমতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশ্চিম বঙ্গ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ