Inqilab Logo

বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৩০টি সেলাই দিয়ে গোখরোকে বাঁচালেন পরিবেশ প্রেমী-চিকিৎসকরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ৩:০২ পিএম

প্রায় অসাধ্য সাধন করলেন জলপাইগুড়ির এক পরিবেশ প্রেমী ও পশু চিকিসৎক। জলপাইগুড়ি শহর সংলগ্ন শিরিশতলা এলাকায় রাস্তার ধরে পড়ে থাকা বিদ্যুতের খুঁটির মধ্যে লুকিয়ে ছিল একটি বড়সড় গোখরো।

সেই খুঁটি তুলতে গিয়েই বিপত্তি। বিদ্যুত্ দফতরের কর্মীরা ওইসব খুঁটি গাড়িতে তুলতে গিয়ে গোখরোটির গায়ে শাবলের আঘাত লাগে। গভীর ক্ষত হয়ে যায় গোখরোটির দেহে। বেরিয়েপড়ে নাড়িভুঁড়ি।

খুঁটির নীচে থেকে রক্তাক্ত সাপটিকে দেখামাত্রই খবর দেওয়া হয় এলাকার পরিবেশপ্রেমী বিশ্বজিত্ দত্ত চৌধুরীকে। তিনি সাপটিকে উদ্ধার করে নিয়ে যান জেলা পশু হাসপাতালে।

হাসপাতালে গোখরোটির শরীরে ৩০টি সেলাই পড়ে। পাশাপাশি সেটিকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। সেটি সুস্থ হওয়ার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সূত্র: জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশ্চিম বঙ্গ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ