Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৪ এএম

নোয়াখালি জেলা পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেছেন চেম্বার কোর্ট। আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার জাস্টিস এম.ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আগামি ১৭ অক্টোবর পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। আবেদনকারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স টিটুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল। লীগ মনোনীত প্রাথী আবদুল ওয়াদুদ পিন্টুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির।

এর আগে গত ২৫ সেপ্টেম্বও ঋণখেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী আলাবক্স টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। সইে সঙ্গে টিটুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেন।

বিচারপতি মো: রূহুল কুদ্দুস এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশ স্থগিত আবেদন করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু।

গত ১৮ সেপ্টেম্বর ঋণখেলাপির অভিযোগে আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এছাড়া সাধারণ সদস্যপ্রার্থী ৫ জন ও সংরক্ষিত সদস্যপদে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আদেশের বিরুদ্ধে রিট করেন আলাবক্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ