Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ বিজয়ী হয়ে সরকার গঠন করবে-গণপূর্ত প্রতিমন্ত্রী

তারাকান্দা(ময়মনসিংহ)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৮ পিএম

বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ বিজয়ী হয়ে সরকার গঠন করবে।আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি,তরুন প্রজন্ম ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধু তনয়া,সফল রাস্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগই সরকার গঠন করবে।

২৮ সেপ্টেম্বর(বুধবার) বিকালে তারাকান্দায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬-তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন,এই বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের কারণেই পদ্মা সেতুর মত বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দাড়িয়েছে।রাস্তাঘাট,বিদ্যুৎ,শিক্ষা প্রতিষ্ঠান সকল ধরণের অবকাঠামোরই উন্নয়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।তারাকান্দায় মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমি উন্নয়নে অংশ নিতে পেরেছি।আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।আমি উনার দীর্ঘায়ু কামনা করি।স্বাধীনতা বিরোধীরা কি চায় ?তারা চায় আমরা যারা মুক্তিযোদ্ধার প্রজন্ম,স্বাধীনতার পক্ষের শক্তি,আমরা যারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আন্দোলন লড়াই সংগ্রাম করি, তাদেরকে আঘাত করতে চায়,আমাদেরকে দূর্বল করতে চায়,একাত্তরে আমাদের পূর্বপুরুষরা সেই পাকিস্থানী প্রেতাত্তাকে যেভাবে পরাজিত করেছিলো আমরাও মুক্তিযোদ্ধার প্রজন্ম ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করবো।

তারাকান্দায় ঐতিহাসিক কড়ইতলা শামসুল হক স্মৃতিমঞ্চে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকারের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক,ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,সালমা আক্তার কাকন,সহসভাপতি মেজবাহ উল আলম রুবেল চৌধুরী,যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল ইসলাম রাজু,শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নূরুজ্জামান সরকার বকুল,অফিসার ইনচার্জ আবুল খায়ের,দশ ইউনিয়নের চেয়ারম্যানগণসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ