Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুয়াজ্জিন নিয়োগ নিয়ে আ.লীগের দুপক্ষে মারামারি, ভাঙচুর, লুটপাট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১১:২২ এএম

নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের একপক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে আরেক পক্ষের ওপর হামলা, তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পাকুড়িয়া জামে মসজিদের মুয়াজ্জিন নিয়োগ করা নিয়ে গ্রামের বর্তমান ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আলিফ হোসেন এবং সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার বিকেলে আলিফ হোসেনের নেতৃত্বে ২৫০ থেকে ৩০০ লোকজন লাঠিসোঁটা নিয়ে গ্রামের বাজারে হামলা করেন। এ সময় হামলাকারীরা বাজারের অন্তত সাতটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ।

আরো অভিযোগ, হামলাকারী ব্যক্তিদের বাধা দিতে গেলে চা-বিক্রেতা রনিকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা বাজারের পাশের বাসিন্দা আইনজীবী মানিক লাল চক্রবর্তীর বাড়িতে হামলা করেন। এ সময় মানিক লালের কার্যালয়ের আসবাব ও নথিপত্র তছনছ করা হয়। এর প্রতিবাদ করলে মানিক লালের ছোট ভাই ও সাবেক ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তা লাল চক্রবর্তীকে মারধর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ