Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে শিশু উদ্ধার

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ২:১৩ পিএম

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ অপহরণের ২৪ ঘন্টার মধ্যে আরিয়ানকে উদ্ধার করেছে। থানা সূত্রে জানা যায় উপজেলার দক্ষিণ সতানন্দী গ্রামের আলী আজগরের শিশুপুত্র আরিয়ানকে (৩) গত সোমবার আসামি খাদিজা দোকানে নেবার কথা বলে নিয়ে যায় পরবর্তীতে আরিয়ানের পরিবার দীর্ঘ সময় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ।অভিযোগের ভিত্তিতে দাউদকান্দির সার্কেল মোহাম্মদ ফয়েজ ইকবাল দাউদকান্দি মডেল থানার থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ভুইয়ার নেতৃত্বে এসআই ও এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ও ফোর্স নিয়ে গতকাল সোমবার তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে কুমিল্লার কান্দিরপাড় থেকে আসামি আহসানল্লাহকে গ্রেফতার করে । আসামি আহসানল্লাহ এর তথ্য মতে কুমিল্লার উলুরচর পশ্চিম পাড়া জনৈক জসীমউদ্দীনের বসতবাড়ি থেকে আসামি খাদিজাকে গ্রেফতার করে এবং ভিকটিম আরিয়ানকে উদ্ধার করে। আসামিরা হলো চান্দিনা থানার পরচংগা গ্রামের জাকির হোসেনের পুত্র আহসানউল্লাহ (৩৫), খাদিজা আক্তার, স্বামী আহসানুল্লাহ গ্রাম দক্ষিণ সতানন্দি (ভাড়াটিয়া ) দাউদকান্দি কুমিল্লা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ