বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের শ্রীবরদীতে তামিম (৫) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ২৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার বিলভরট গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত শিশু তামিম ওই গ্রামের এরশাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শিশু তামিম বাড়ির ওঠানে খেলছিল। ওইসময় তার একটি খেলনা পুকুরের পানিতে পড়ে যায়। ওই খেলনা আনতে গিয়ে পানিতে পড়ে যায় তামিম। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম চিনি বলেন, বাড়িতে খেলার সময় শিশু তামিমের একটি খেলনা পানিতে পড়ে যায়। সেটা তুলে গিয়ে পুকুরের পানিতে ডুবে সে মারা যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।