মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে। জারি করা হয়েছে ইয়োলো অ্যালার্ট। দেশটির বিভিন্ন শহরে বজ্রপাতে এখন পর্যন্ত কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর প্রদেশ ও হরিয়ানার গুরুগ্রাম এলাকা। টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার কারণে উত্তর প্রদেশে নয়ডা এলাকায় ভেঙে পড়েছে একটি বসতবাড়ি।
রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। কর্মীদের হোম অফিস করতে বলেছে অনেক প্রতিষ্ঠান।
ভারতের আবহাওয়া বিভাগ বলছে, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে গেছে বিভিন্ন সড়ক। প্রধান সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।