Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে আ.লীগের বর্ধিত সভা

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : দলকে শক্তিশালী করার লক্ষ্যে ও সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধ করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বর্ধিত সভার আয়োজন করেছেন উপজেলার ভোলাব ইউনিয়ন আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ভোলাব গণবাংলা স্কুল মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ভোলাবো ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। সভায় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আ.লীগ নেতা এমায়েত হোসেন, আবুল হোসেন খাঁন, হাসান আশকারী, তাবিবুল কাদির তমাল, যুবলীগের কামরুল হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান শাহিন, রফিকুল ইসলাম রফিক, মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগের মাহাবুবুর রহমান মেহের, নাঈম ভুইয়া, মুহিন মোল্লা, এডভোকেট তৈয়বুর রহমান, এডভোকেট এমদাদুল হক তারাজ উদ্দিন, কামরুল হাসান তুহিন, রফিকুল ইসলাম রফিক, জাহিদ খন্দকার, রাতুল আহমেদ খোকন, ইমন হাসান খোকন, কৃষ্ণ দয়াল দাস, সেলিনা আক্তার রিতা, শিলা রানী পাল, শাহরিয়ার পান্না সোহেল, আজিম খন্দকার, রিপন সরকার প্রমুখ। গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আর এ জন্য আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ