Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে ট্রান্সফর্মার চুরি

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের রহস্যজনকভাবে আট লক্ষ টাকার বিদ্যুৎ ট্রান্সর্ফমার চুরি হয়েছে। কাপ্তাই কার্গো কাঁচামাল পারাপার প্রণালী টলির পার্শ্ববর্তী ঈদগাঁ মাঠের পাশে অবস্থিত ১১ হাজার কেভি ক্ষমতাসম্পন্ন নিরাপত্তা বেষ্টনী হতে রহস্যজনকভাবে ১৫০ কেভি ট্রান্সফর্মার কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার রাতে গোয়েন্দা সংস্থা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে ট্রান্সফর্মারের কিছু যন্ত্রাংশ গর্তের মধ্যে পরিত্যক্ত অবস্থায় খড়কুটা দিয়ে ডেকে রাখা হয়েছে। পরবর্তী উক্ত সংস্থাটি বিদ্যুৎ বিভাগের লোকদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে শনাক্ত করে যে এটি ট্রান্সফর্মারের যন্ত্রাংশ। প্রায় দু’বছর বিদ্যুৎবিহীন ২৫০ ভোল্টের ট্রান্সফর্মারটি খুলে ভিতরের দামি কয়েলটি নিয়ে যায়। শুধু বডিটি পড়ে আছে। এদিকে ট্রান্সফর্মারটির চারদিকে মোটা তারের পিঞ্জরি বেড়া থাকলেও নেই কোন তালা বা নিরাপত্তার জন্য রাতে কোন বিদুৎ বাল্ব। রাতে ঘটনাস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী, নিরাপত্তা কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলী মজিবুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিত্যক্ত জিনিস দেখে এবং বলে এতবড় নিরাপত্তা বেষ্টনী থাকা অবস্থায় চুরি হওয়া রহস্যজনক বলে মন্তব্য করেন। এ ব্যাপারে গতকাল বুধবার কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়রি করার কথা আবাসিক প্রকৌশলী (আরই) উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ