গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সম্প্রতি মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিয়ে পুলিশি নির্যাতন ও গুলি করে হত্যার তীব্র নিন্দা জানিয়েন ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকিব অ্যাডভোকেট ও মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খাঁন , ভাইস চেয়ারম্যান মাওলানা মোজাম্মেল ও সিলেট জেলার সভাপতি মাওলানা মুফতি আব্দুল করিম হক্কানি , সাধারণ সম্পাদক ইলিয়াছ বিন-রিয়াছত বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের বাধার সৃষ্টি করে গণতান্ত্রিক অধীকার হরণ করা হচ্ছে। বিএনপি’র নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ সরকারের জুলুম অত্যাচারের বিচার দেশের জনগণ এক দিন করবেই ইনশাআল্লাহ। তারা বলেন, বিরোধী দলের নেতা কর্মীদের ওপর জুলুম নির্যাতন চালিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে রুখা যাবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।