Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণ বর্তমান স্বৈরাচারী শাসনের অবসান চায় - ড. মোশাররফ

দাউদকান্দি উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 

‘জনগণ বর্তমান স্বৈরাচারী শাসনের দ্রæত অবসান চায়’ বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং মুক্তিযুদ্ধের বীর সংগঠক ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। জনগণের জানমালের নিরাপত্তা ও বাকস্বাধীনতা নেই। মানুষ অতিষ্ঠ। এক দু:সহ পরিস্থিতি বিরাজ করছে। সরকার বিনাভোটে ক্ষমতাসীন হয়ে গণতন্ত্র হত্যা করেছে। ভোটাধিকার হরণ করেছে। বিরোধী দল ও মতকে তারা সহ্য করতে পারছে না। দেশের মানুষকে জিম্মি করে স্বৈরাচারী শাসন চালাচ্ছে। তাদের স্বৈরাচারী শাসন আজ আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগারে আটক রেখেছে। আমাদের দাবি সত্তে¡ও তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। এই সরকার যে স্বৈরাচার এটা হচ্ছে তার একটি বড় প্রমাণ।
ড. মোশাররফ গতকাল বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি সদরে তার বাসভবনে স্থানীয় বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এইসব কথা বলেন। কর্মী সমাবেশে ড. মোশাররফ দাউদকান্দি উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আরিফ মাহামুদ, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খন্দকার বিল্লাল হোসেন (সুমন) এবং দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান ফকির ও সাধারণ সম্পাদক হোসেইন তালুকদার শিপনসহ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
ড. মোশাররফ গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার ব্যবস্থা দাবি আদায়ের আন্দোলনে শরীক হতে প্রস্তুতি নেবার জন্য সকলের আহবান জানান। দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি একেএম শামসুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা আবুল হাসেম, মো: আক্তারুজ্জামান, ছাদেক হোসেন সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম জহর প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনগণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ