Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে রোহিঙ্গা মুসলমানদের মধ্যে বড়কাটারা মাদরাসা টিমের ত্রাণ বিতরণ

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজারের শহরতলী, টেকনাফের লামা, নীলা ও কুতুবপালং এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ চরমপন্থীদের গণহত্যা, নির্যাতন-নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে আসা  নিপীড়িত রোহিঙ্গা মুসলিম শরনার্থীদের মাঝে গতকাল ত্রাণ-সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে ঢাকার সুপ্রাচীন ইসলামী বিদ্যাপীঠ জামিয়া হোসাইনিয়া আশ্রাফুল উলুম বড় কাটারা মাদ্রাসা টিম। জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ২টায় মাদ্রাসার মুতাওয়াল্লী ও সদরে মুহতামীম মাওলানা আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে রাজধানীর চকবাজার থেকে ত্রাণ-সামগ্রী ভর্তি ৪টি কাভারভ্যান ও ১০টি গাড়ীসহ কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে ৫০ সদস্যের টিমটি। জনগণের দানকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ২৫০০ কম্বল, ২০০০ পাঞ্জাবী, ৫০০০ শার্ট, ৪০০০ প্যান্ট, ৩০০০ সোয়েটার, ২৫০০ থ্রী-পিছ, ২০০০ ব্লেজার, ১৪০০ জ্যাকেট, ১০০০ লুঙ্গি, ৩০০০ বাচ্চাদের কাপড়, ৩০০০ প্লেটসহ চাল, ডাল, প্লাস্টিক সামগ্রী, সাবান, বিস্কুটসহ আনুমানিক ২ কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। ত্রাণ বিতরণকারী সফরকারী টিমের অন্যান্য সদস্যরা হলেন- বড় কাটারা মাদ্রাসার মুহতামীম মুফতী সাইফুল ইসলাম, মাওলানা গাজী হেদায়েতুল্লাহ, মাওলানা মুক্তার আহমদ, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা মঞ্জুর মুজিব, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী, মাওলানা ক্বারী ওয়াসেক বিল্লাহ প্রমুখ।-বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ