Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুধুমাত্র নিজেদের স্বার্থে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায় পশ্চিমারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৮ পিএম

শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য বৈশ্বিক শৃঙ্খলা রক্ষার কথা বলে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিকে ক্ষুন্ন করেছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন এ কথা বলেছেন।

মঙ্গলবার গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এর গ্রুপ অফ ফ্রেন্ডস-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি বলেন, এই বছর নতুন বৈশ্বিক হুমকি পশ্চিমা রাষ্ট্রগুলির দ্বারা ‘নিষেধাজ্ঞার যুদ্ধ’ এর সাথে সম্পর্কিত। ‘প্রস্তাবিত পারস্পরিক নিরাপত্তা গ্যারান্টিতে সম্মত হতে তাদের অনাগ্রহ এবং অন্যান্য দেশের উপর চাপ বৃদ্ধি, তাদের সার্বভৌমত্ব থেকে বঞ্চিত করা, শেষ পর্যন্ত বিশ্বব্যাপী আর্থিক ও অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিকে ক্ষুণ্ন করে।’

‘পশ্চিমা রাষ্ট্রগুলো মরিয়া হয়ে পুরনো বিশ্বব্যবস্থাকে রক্ষা করার চেষ্টা করছে যা থেকে তারা উপকৃত হয়েছিল, যাতে সবাইকে আন্তর্জাতিক আইন অনুযায়ী নয়, বরং তথাকথিত ‘নিয়ম-ভিত্তিক আদেশের’ অধীনে জীবনযাপন করতে বাধ্য করে যা পশ্চিমারা একসময় গড়ে তুলেছিল। অথচ তারা নিজেরা আবার সেই নিয়ম সম্পূর্ণভাবে লঙ্ঘন করে,’ তিনি যোগ করেন।

উদাহরণ হিসেবে, সিনিয়র রুশ কূটনীতিক উদ্ধৃত করেছেন, ইউরোপ ভণ্ডামি করে প্রকাশ্যে কার্বন নিঃসরণ কমানোর নীতি অনুসরণ করছে, একই সময়ে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, কলম্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়লা সহ সারা বিশ্ব থেকে জীবাশ্ম জ্বালানি ক্রয় করছে। আরেকটি উদাহরণ, সাম্প্রতিক ‘শস্য চুক্তি’, সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য জরুরী সহায়তার একটি উপকরণ হিসাবে পরিকল্পনা করা হলেও তারা নিজেরাই এর ৯৭ ভাগ রেখে দিয়েছে। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ