Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহম্মদপুরে আলোচিত আতর লস্কর হত্যা মামলার আসামি গ্রেফতার

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৩ এএম

মাগুরার মহম্মদপুরের চাঞ্চল্যকর আতর লস্কর হত্যা মামলার আসামী হাসিবুল খানকে (২৮) গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬ সিপিসি-৩।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আতর লস্কর (৫৫) নামের এক ব্যক্তি ৫ সেপ্টেম্বর ভোরে মারা যায়। ৪ সেপ্টেম্বর রোববার উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া বাজারে প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।নিহত আতর লস্কর একই ইউনিয়নের উরুড়া গ্রামের মৃত যদন লস্করের ছেলে। এ হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দায়ের করা হত্যা মামলার ২৯ নম্বর আসামী হাসিবুল খানকে মহম্মদপুর উপজেলার বনগ্রাম (ডাংগাপাড়া) এলাকা থেকে র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গ্রেফতার করে।

গ্রেফতার কৃত হাসিবুল খান মহম্মদপুর উপজেলার উড়ুরা গ্রামের ছলেমান খানের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ