গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা আক্রমণের শিকার বিএনপি নেতা তাবিথ আউয়ালের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে ও দেখতে তার বাসায় যান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তিনি তাবিথ আউয়ালের গুলশানের বাসভবনে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এ সময় জেনারেল ইবরাহিম দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবি করেন। রাজনীতিতে প্রতিপক্ষ দমনের যে সংস্কৃতি আওয়ামী লীগ সরকার চালু করেছে তা কোনোভাবেই সভ্য সংস্কৃতি হতে পারে না বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, দুষ্কৃতিকারীরা যেভাবে প্রশ্রয় পাচ্ছে তাতে করে এক সময় তারাই ফ্রাঙ্কেনস্টাইন হবে। সেদিন বেশি দূরে নয় যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে। তখন আইনের শাসন কায়েম হবে এবং সব অপকর্মকারী বিচারের আওতায় আসবে। এ সময় তিনি অসুস্থ তাবিথ আউয়ালের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।