Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কোনো হুমকির যথাযথ জবাব দেয়া হবে: রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৩ পিএম

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে, ক্রিমিয়া সহ রাশিয়ার ভূখণ্ডের প্রতি যে কোন হুমকির ক্ষেত্রে মস্কো থেকে ‘সঠিক জবাব’ দেয়া হবে।

সোমবার পেসকভ গণমাধ্যমকে বলেন, ‘ক্রিমিয়া রাশিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ, তাই রাশিয়ার ভূখণ্ডের প্রতি যেকোনো দাবির ক্ষেত্রে যথাযথ প্রতিক্রিয়া দেখানো হবে।’

পশ্চিমাদের থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপদেষ্টা মিখাইল পোডোলিয়াকের বিবৃতির প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেছেন, যার সাহায্যে ক্রিমিয়া সহ রাশিয়ান ভূখণ্ডে হামলা চালানো সম্ভব হবে।

‘ডনবাসের প্রজাতন্ত্রগুলো হল স্বাধীন রাষ্ট্র যাদের স্বাধীনতা রাশিয়া দ্বারা স্বীকৃত এবং যারা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়ার কাছে সহায়তার অনুরোধ করেছে। রাশিয়া সঠিকভাবে তা করছে,’ পেসকভ জোর দিয়ে বলেছেন। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ