Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মর্যাদার লড়াই জিতে শীর্ষেই আবাহনী

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মর্যাদার লড়াই জিতে জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইলো ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনী ২-১ গোলে হারায় মোহামেডানকে। বিজয়ী দলের হয়ে ইংলিশ ফরোয়ার্ড লি টাক ও নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা একটি করে গোল করেন। মোহামেডানের হয়ে এক গোল শোধ দেন পোভেমি লন্ড্রি।
দেশের ফুটবলে পেশাদারীত্ব আসার পর বাংলাদেশ প্রিমিয়ার লীগের হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলে আবাহনীই। পরে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগের আট আসরের মধ্যে তাদের দখলে চার লিগ শিরোপা। এটা প্রিমিয়ার লিগের নবম আসর। দীর্ঘ দিন পর এ আসরে ফের সেরার খেতাব জয়ের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে তারা। গতকাল মোহামেডানের বিপক্ষে জয় তুলে নেয়ায় আবাহনী শিরোপার দিকে আরও একধাপ এগিয়ে গেল। এ জয়ে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট পেয়ে যথারীতি তালিকায় সবার উপড়েই ঢাকা আবাহনীর অবস্থান। তারা শিরোপা প্রত্যাশী আরেক দল চট্টগ্রাম আবাহনীর চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে। অন্যদিকে সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দশমস্থানে থেকে রেলিগেশনের শঙ্কায় পড়েছে মোহামেডান।
ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল আবাহনী। তারা পুরো ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেললেও মোহামেডান মাঝে মাঝে পাল্টা আক্রমণে যায়। কিন্তু কাজের কাজ করে আবাহনীই। ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা। কিন্তু ব্যর্থ হন মিডফিল্ডার ইমন মাহমুদ। ম্যাচের পাঁচ মিনিটে বাঁমপ্রান্ত দিয়ে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়িয়ে দেন জুয়েল রানা। পোস্টের খুব কাছে বল পেয়েও গোল করতে পারেননি আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা। চার মিনিট পর আবাহনীর ইংলিশ ফরোয়ার্ড লি টাককে ফাউল করে হলুদ কার্ড দেখেন মোহামেডান মিডফিল্ডার আশিক। তবে ফ্রি কিক পেয়েও ব্যর্থ হন লি টাক। ১৫তম মিনিটে সুযোগ আসে মোহামেডানের। মাসুক মিয়া জনির ফ্রি কিক আবাহনীর বক্সে ক্লিয়ার করেন ওয়ালী ফয়সাল। ফিরতি বলে অবশ্য হেড নেন মোহামেডান ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তবে বল খুঁজে পায়নি ঠিকানা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই এগিয়ে যায় ঢাকা আবাহনী। ম্যাচের ৫১ মিনিটে বল নিয়ে ঢুকে পড়েন জুয়েল রানা। তাকে জাপটে ধরেন গোলরক্ষক নেহাল। রেফারি নেহালকে হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করেন আবাহনীর ইংলিশ ফরোয়ার্ড লি টাক (১-০)। ম্যাচের ৭০ মিনিটে মাসুক মিয়া জনির ব্যক হেডে বলে চমৎকার ভলি নেন মোহামেডানের ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। কিন্তু বল জালে জড়ায়নি। পুরো মাঠ জুড়ে খেললেও গোলের দেখা পাচ্ছিলেন না সানডে। যিনি ইতোমধ্যে লিগে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের শীর্ষে রয়েছেন। তাকে বোতলবন্দি করতে সফল হয় মোহামেডানের রক্ষণভাগ। তবে শেষ পর্যন্ত আর আটকে রাখা যায়নি আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ডকে। ৮১ মিনিটে ওয়াহেদের পাসে বল বুঝে নিয়ে বামপ্রান্ত দিয়ে ঢুকে গোলরক্ষক নেহালকে পেছনে ফেলে বল জালে জড়ান সানডে (২-০)। লিগে এটি তার ১৯ তম গোল। ম্যাচের যোগকরা সময়ের শেষ মিনিটে মোহামেডানের পোভেমি লন্ড্রি গোল করে ব্যবধান কমালেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে সাদাকালোরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবাহনী

১০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ