মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত জুন থেকে নাইজারের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত ১৪৫ জন মারা গেছে। গতকাল (শনিবার) নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, টানা বৃষ্টিপাতে বহু মানুষ পানিতে ডুবে গেছে এবং অনেকের ঘরবাড়ি ধসে পড়েছে। গত শুক্রবার পর্যন্ত ১৪৫ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছে। তা ছাড়া, ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পশুপালন ও কৃষিশিল্প ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। দক্ষিণ নাইজারের মাদি ও জিন্ডার অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে, ভারতের উত্তর প্রদেশে টানা ঝড়বৃষ্টিতে ২২ জন নিহত হয়েছে। দেশটির গণমাধ্যম গতকাল (শনিবার) এ তথ্য জানায়। প্রকাশিত খবর অনুসারে, গত ৩৬ ঘন্টার টানা ঝড়বৃষ্টিতে উত্তর প্রদেশ বন্যাকবলিত হয় এবং বাসিন্দাদের জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। অনেক মানুষ বাধ্য হয়ে তাদের বাড়িঘর ছেড়ে অস্থায়ী পুনর্বাসনকেন্দ্রে গেছেন।
শুক্রবার রাতে প্রদেশটির রাজধানী লখনৌতে একটি ভবন বৃষ্টির কারণে ভেঙে পড়ে। এতে ৯ জন শ্রমিক নিহত হয়। এ ছাড়া, বন্যায় উইনাউ ও ফতেহপুরসহ অন্য ছয় এলাকায় ১৩ জন নিহত হয়। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।