Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সয়ুজ মহাকাশযানের চূড়ান্ত উৎক্ষেপণ প্রস্তুতি শুরু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১:৩০ পিএম

রাশিয়ার সয়ুজ-২.১এ ক্যারিয়ার রকেট বাইকোনুর স্পেস সেন্টারের ৩১ লঞ্চ প্যাড (ভোস্টক) এ বসানো হয়েছে। এর মাধ্যমে সয়ুজ এমএস-২২ মহাকাশযানকে উৎক্ষেপণ করা হবে।

বিষয়টির সাথে জড়িত একজন সেখান থেকে বার্তা সংস্থা তাসকে এ তথ্য জানিয়েছেন। এখন কর্মীরা সার্ভিস টাওয়ারগুলিকে রোল আপ করবে, এবং চূড়ান্ত লঞ্চের প্রস্তুতি শুরু হবে।

সয়ুজ এমএস-২২ মহাকাশযান বহনকারী সয়ুজ-২.১এ রকেট কাজাখস্তানের বাইকোনুর মহাকাশ কেন্দ্র থেকে আগামী ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় ৪টা ৫৪ মিনিটে উৎক্ষেপণ করা হবে।

মহাকাশযানের ক্রুতে থাকবেন রোসকসমস মহাকাশচারী সের্গেই প্রোকোপিয়েভ এবং দিমিত্রি পেটেলিন এবং নাসার মহাকাশচারী ফ্রান্সিসকো রুবিও। তাদের মহাকাশ অভিযান ২৮ মার্চ পর্যন্ত ১৮৮ দিন স্থায়ী হবে। মহাকাশযানটি প্রায় ১২০ কিলোগ্রাম পেলোডও বহন করবে। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ