যেভাবে মাছ ভাজলে ভেঙে যাবে না
বাঙালির প্রতিদিনের খাবারে মাছ তো থাকেই। এটি সব খাবারের মধ্যে পুষ্টির অন্যতম উৎস। তাড়াহুড়ো করে
লেন্স পরা চোখে কোনো প্রসাধনী ব্যবহার করলে অনেকেরই সমস্যা হয়। চোখ লাল হয়ে যাওয়া, ঝাপসা হয়ে যাওয়া, চোখ থেকে ক্রমাগত পানি পড়ার মতো অসুবিধা অনেকেরই থাকে। ছোট ছোট কিছু নিয়ম মেনে চললে লেন্স পরা চোখও সাজিয়ে তুলতে পারবেন।
প্রথমে চোখে লেন্স পরে নিন
মেকআপ করার আগেই চোখে লেন্স পরে ফেলুন। তবে লেন্সে হাত দেওয়ার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নেবেন। এরপর ধাপে ধাপে মেকআপ করা শুরু করুন। লেন্স পরার আগে মেকআপ করলে, হাত বা চোখের পাতায় লেগে থাকা বাড়তি মেকআপ লেন্সে লেগে যাওয়ার আশঙ্কা থাকে।
ক্রিম জাতীয় প্রসাধনী ব্যবহার করুন
লেন্স পরা চোখে পাউডার জাতীয় আইশ্যাডো ব্যবহার করলে, চোখের ভেতর পাউডারের গুঁড়ো ঢুকে চোখ জ্বালা করা, চোখ লাল হয়ে যাওয়া অসম্ভব নয়।
বাজারে অনেক ধরনের প্রসাধনী পাওয়া যায়। সাধারণ তুলনামূলক কম দামের প্রসাধনীগুলো চোখের জন্য ভালো নয়। কাজল, মাস্কারা, লাইনার কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন তা যেন ঘাম বা পানি লেগে নষ্ট হয়ে না যায়। লেন্স খোলার আগে ঘাম বা পানি লেগে চোখের মেকআপ ঘেঁটে গেলে চোখের ভেতর ঢুকে যেতে পারে। চোখের পাতার ভেতর মাস্কারা লাগাবেন না।
হাত দিয়ে মেক আপ করবেন না
মেকআপ করার আগে অনেক সময়ই হাত ধোয়ার কথা খেয়াল থাকে না। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হল স্পঞ্জ ব্যবহার করা। লেন্স পরলে, চোখের পাতার আশপাশে বা চোখের কোণে মেকআপ করবেন না।
মেকআপ করার পর স্পঞ্জ, ব্রাশ পরিষ্কার করা
লেন্স পরা চোখে শুধু মেকআপ করলেই তো হবে না। দিনের শেষে মেকআপ তোলাও বেশ ঝক্কির কাজ। সবার আগে ভালো করে হাত ধুয়ে লেন্স খুলে ফেলুন। তারপর রিমুভার দিয়ে ধীরে ধীরে মেকআপ তুলে ফেলুন। মেকআপ করার পর প্রতিবার ব্যবহৃত স্পঞ্জ, ব্রাশ ভালো করে ধুয়ে নেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।