Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালে টানা বৃষ্টিতে ভূমিধস, নিহত ১৪, নিখোঁজ ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৫ পিএম

নেপালে টানা বৃষ্টিতে বন্যা ও ভয়াবহ ভূমিধস হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলের আছাম জেলার পাহাড়ি এলাকায় শনিবারের ভূমিধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১০ জন।
নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। দুর্গত এলাকা হওয়ায় মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার। স্থানীয় প্রশান জানায়, জেলার বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটির নিচে চাপা পড়েছেন অনেকে। ভেঙে পড়েছে সড়ক ব্যবস্থা। এতে অনেক এলাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। দেখা দিয়েছে নিরাপদ পানি ও খাবার সংকট।
গত কয়েক দিন ধরেই অব্যাহত আছে বৃষ্টিপাত। এতে দেশটির পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। অনেক এলাকায় তলিয়ে গেছে বাড়িঘর।
নেপালের সরকারি তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত বন্যা ও ভূমিধসে ৪৮ জন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে ১২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমিধস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ