Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ের আগর বাগান সড়কে চাঁদা না দেয়ায় দুর্বৃত্ত কর্তৃক অটোরিকশায় আগুন

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৬ পিএম

রাঙ্গামাটির কাপ্তাই আগর বাগানে দুর্বৃত্তদের চাঁদা না দেওয়ায় আগুন দিয়ে জ্বালিয়ে দিল নতুন অটোরিকশা । শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় কাপ্তাই টু আসামবস্তির তিমুর সড়কে চাঁদা না দেওয়ায় এঘটনা ঘটে। এসময় দুর্বৃত্ততা নাম্বারবিহীন নতুন অটোরিকশা(সিএনজি), আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। অটোরিকশা চালক কামাল হোসেন(৩৪) জানান আমি রাঙামাটি হতে যাত্রী নিয়ে কাপ্তাই যাচ্ছিলাম। এময় সময় সড়কে ৩/৪জনের সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী গাড়ি রোধ করে। এবং বলে অটোরিকশার টোকেন না কাটায়( চাঁদা না দেয়ায়) তার বিরুদ্বে অভিযোগ আনে। চালক সেই মুহূর্তে একহাজার টাকা দিতে চাইলে পাহাড়ি সশস্ত্র দুর্বৃত্তরা কোন কিছু না শুনে গাড়িটি জ্বালিয়ে দেয়। ঘটনার সংবাদ শুনে দ্রুত কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই নতুন অটোরিকশা টি পুড়ে যায়। এবং সংবাদশুনে কাপ্তাই ৭ আরই একটি টহলদলসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ছুটে যায়। উক্ত ঘটনায় কাপ্তাই টু রাঙামাটি সড়কে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে বলে চালক সমিতি সুত্রে জানাযায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ