Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার, শিক্ষার্থীসহ গ্রেফতার-৩

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ২:৪১ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে ২৮ আগষ্ট গভীর রাতে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজার তালা কেঁটে চুরি যাওয়া ওয়ালটন কোম্পানীর কোরআই ৭ মডেলের ১০টি ল্যাপটপের মধ্যে ৯টি উদ্ধার। ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, একই বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের আজিম উদ্দীন সরদারের ছেলে আশিকুর রহমান সরদার (১৪), মমিন শেখেরে ছেলে ইদ্রিস শেখ (১৯) ও ইসলামপুর ইউনিয়নের ঠাকুরনওপাড়ার আলাউদ্দীন শেখের ছেলে মনিরুল ইসলাম শেখ মনির (১৪)। বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান জানান, গত২৮ আগষ্ট দিবাগত রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১০টি ল্যাপটপ চুরি হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছমির উদ্দিন মোল্লা বাদী হয়ে ২৯আগষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। থানার মামলা ২৪নং মামলার পেক্ষিতে রাজবাড়ী পুলিশ সুপার এম,এম শাকিলুজ্জামানের নির্দেশনায় এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের তত্ত¡াবধায়নে পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান খানের নের্তৃত্বে এস,আই রাজিবুল ইসলাম এবং এস,আই টিটুল হোসাইনসহ সঙ্গীয় ফোর্স বুধবার রাত হতে বৃহস্পতিবার বিকাল পর্যন্তু গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযানে পরিচালনা করে ঐ বিদ্যালয়ের ২শিক্ষার্থীসহ ৩জনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিদ্যালয়ের চুরি যাওয়া ১০টি ল্যাপটপের মধ্যে চার্জারসহ ৯টি ল্যাপটপ ও ১টি ওয়েবক্যাম উদ্ধার করা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান আরো জানান, গ্রেফতারকৃত ৩জনকে আজ শুক্রবার সকালে থানার পুলিশি পাড়ারায় রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ