পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
পাবনা জেলার আটঘরিয়া উপজেলাধীন একদন্ত থেকে ধানুয়াঘাটা সড়কে দৈনন্দিন হাজার হাজার মানুষের যাতায়াত। পাবনার উত্তরের তিন উপজেলা ফরিদপুর, চাটমোহর ও ভাঙ্গুড়ার বিভিন্ন পেশাজীবী মানুষ, ছাত্রছাত্রী ও মালবাহী গাড়ি প্রতিদিন ধানুয়াঘাটা-একদন্ত সড়ক দিয়ে যাতায়াত করে। উক্ত তিন উপজেলা থেকে পাবনা শহরে যাতায়াতের জন্য এটি প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়। ধানুয়াঘাটা থেকে একদন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা। রাস্তাটি জরাজীর্ণ হয়ে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরা রাস্তাটি চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। রাস্তার বিভিন্ন জায়গায় হাঁটু পর্যন্ত কাদা হয়ে গেছে। বিশেষ করে, বৃষ্টি হলে মানুষের দুর্ভোগ আরো চরম আকারে পৌঁছায়। মানুষ ও মালবাহী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট কর্তৃকপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তাটি দ্রæত সংস্কার করুন। শত শত যানবাহন ও হাজার হাজার মানুষের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করুন।
একদন্ত, আটঘরিয়া, পাবনা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।