বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহে ‘আবাবা’ নামের এ্যাপসের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। শত শত যুবক যুবতী চক্রটির ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে গেছে। পুলিশ অনলাইনে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করার দায়ে এই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাবিবুর রহমান ও সমাপ্তি খাতুন নামে দুইজনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেন্সিগেশন সেল। তাবিবুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের ইয়াহিয়া মুন্সীর ছেলে ও সমাপ্তি খাতুন একই এলাকার ডেফলবাড়িয়া গ্রামের সবুজ হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান তার দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, ডিজিটাল জালিয়াতি চক্রের সদস্যরা আবাবা এ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করছে এমন খবরের তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সত্যতা পাওয়ায় সদর উপজেলার ভেন্নাতলা গ্রাম থেকে তাবিবুর রহমান ও পরে রামনগর গ্রাা থেকে সমাপ্তি খাতুন নামে দুই জনকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৬ জনকে আসামী করে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। চক্রটি ওই এ্যাপসের মাধ্যমে বিনিয়োগ করিয়ে দ্বিগুন টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। এই চক্রের বাকি সদস্যরা কম্বোডিয়ায় বসে এটি নিয়ন্ত্রণ করেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ সাইবার ক্রাইম ইনভেন্সিগেশন সেল’র সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।