Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তা সংস্কার চাই

মরিয়ম বেগম | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ১১নং আমতৈল ইউনিয়নাধীন চকেরকান্দা গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। রাস্তার নাজুক অবস্থার জন্য যানবাহন চলাচল করতে পারে না। যানবাহন চলাচল না করার কারণে জনগণের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিদিন শিক্ষার্থীদের স্কুল, কলেজে যাতায়াত করতে হয় পায়ে হেঁটে। এদিকে মুমূর্ষু রোগীদের জন্য এই রাস্তা যেনো মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। স্কুল, কলেজের শিক্ষার্থী ও রোগীসহ সবাইকে গন্তব্যস্থলে পৌঁছাতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই দুর্ভোগ লাঘবে রাস্তাটির দ্রæত সংস্কার করা জরুরি। শিক্ষার্থী ও সাধারণ জনগণের চলাচলের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাস্তাটি মেরামত করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন