Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে পানিবদ্ধতায় রাজধানীতে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৭ পিএম

ভোররাত থেকে টানা বৃষ্টির ফলে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেটের আশপাশের এলাকায় সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে রাজধানীর অন্যতম ব্যস্ততম উত্তরা-বিমানবন্দর সড়কে। তীব্র যানজট তৈরি হয়েছে ওই সড়কে। এই যানজটের রেশ পড়েছে রাজধানীর অন্য সড়কেও। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে দুর্ভোগ পোহাচ্ছেন কর্মজীবী মানুষ। আজ সকাল থেকেই ওই সড়কে এ চিত্র দেখা গেছে।

দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানিয়েছে, গাজীপুরের মুন্নু সিরামিকের সামনের রাস্তা ভাঙা থাকায় সেখানে সড়কে বৃষ্টির পানি জমেছে। তাছাড়া রাস্তা কিছুটা ভাঙা রয়েছে। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে। তবে উত্তরা থেকে বনানীমুখী রাস্তা ফাঁকা আছে।

এদিকে সকাল থেকে রাজধানীজুড়ে থেমে থেমে বৃষ্টি এ ভোগান্তির মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে গাজীপুরের টঙ্গি-চেরাগআলী এলাকার সড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে পার হচ্ছে।

ওই অংশে সড়কের উন্নয়ন কাজ মামলা সংক্রান্ত জটিলতায় বন্ধ রয়েছে। ফলে ভোগান্তির ভাগীদার হতে হচ্ছে সাধারণ মানুষজনকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট

১৯ জানুয়ারি, ২০২৩
৯ জানুয়ারি, ২০২৩
১৯ ডিসেম্বর, ২০২২
২৭ নভেম্বর, ২০২২
২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ