Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইম’র বর্ষসেরা ব্যক্তিত্ব মোদী

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইম’র পাঠকদের ভোটে ‘পারসন অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন ও উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জসহ বিশ্বের বাঘা বাঘা নেতৃত্বকে পেছনে ফেলে এ সম্মান লাভ করেছেন তিনি।
অনলাইনে পাঠকদের মধ্যে জরিপ চালিয়ে এ তথ্য জানায় টাইম। স্থানীয় সময় রোববার (৪ ডিসেম্বর) রাতে জরিপের ফল প্রকাশ হয়।
এতে দেখা যায়, বর্ষসেরা ব্যক্তিত্ব বিচারে বিশ্বের অন্য নেতাদের পাশ কাটিয়ে ১৮ শতাংশ পাঠক মোদীকে ভোট দিয়েছেন। ৭ শতাংশ করে ভোট পেয়েছেন ওবামা, ট্রাম্প এবং অ্যাসাঞ্জ। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করা হিলারি ক্লিনটন পেয়েছেন ৪ শতাংশ এবং ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গের নামের পাশে গেছে ২ শতাংশ ভোট।
নরেন্দ্র মোদী ২০১৪ সালেও টাইমের পাঠকদের ভোটে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন। প্রতি বছর টাইম এ ধরনের সমীক্ষা চালিয়ে থাকে। সমীক্ষা শেষে তারা নিজেদের বিচারে বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করে।
চলতি সপ্তাহের শেষে টাইম তাদের এবারের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ ঘোষণা করবে। গত বছর এ সম্মান লাভ করেছিলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদী

১৬ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ