রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রানীশংকৈল (ঠাকুগাঁও) উপজেলা সংবাদদাতা : জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ ঠাকুরগাঁওয়ের গোয়াল পাড়া পঞ্চগড় রোড সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ছাত্রছাত্রীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার সকাল সাড়ে ১০টায় (টিটিসি) চত্বরে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। তিনি বক্তব্য শেষে প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকার অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান মিয়া ও পুলিশ সুপার আসফিকুজ্জামান আক্তার। আলোচনা শেষে দিনব্যাপী এক সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ সাইদুল ইসলাম বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ২.৫ একর জমির উপর অবস্থিত। স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের মাধ্যমে-ইলেকট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল হাউজওয়্যারিং, ফ্রুটস এন্ড ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন ও রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিংসহ ৪টি ট্রেডে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে ৬ মাস মেয়াদি কোর্স করা হয় এবং দরিদ্র মহিলাদের ২ মাস মেয়াদি ওভেন গার্মেন্টস মেশিন অপারেটরের উপর প্রশিক্ষণ দেয়া হয়। তিনি প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর একটি মসজিদ নির্মাণ করেছেন এবং প্রায় এক একর জমি নিয়ে একটি আমের বাগান করেছেন। এছাড়াও বর্তমানে তিনি কম্পিউটার ল্যাবকে আধুনিকায়ন করার প্রস্তুতি চালাচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।