Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রানীশংকৈল (ঠাকুগাঁও) উপজেলা সংবাদদাতা : জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ ঠাকুরগাঁওয়ের গোয়াল পাড়া পঞ্চগড় রোড সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ছাত্রছাত্রীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার সকাল সাড়ে ১০টায় (টিটিসি) চত্বরে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। তিনি বক্তব্য শেষে প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকার অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান মিয়া ও পুলিশ সুপার আসফিকুজ্জামান আক্তার। আলোচনা শেষে দিনব্যাপী এক সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ সাইদুল ইসলাম বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ২.৫ একর জমির উপর অবস্থিত। স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের মাধ্যমে-ইলেকট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল হাউজওয়্যারিং, ফ্রুটস এন্ড ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন ও রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিংসহ ৪টি ট্রেডে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে ৬ মাস মেয়াদি কোর্স করা হয় এবং দরিদ্র মহিলাদের ২ মাস মেয়াদি ওভেন গার্মেন্টস মেশিন অপারেটরের উপর প্রশিক্ষণ দেয়া হয়। তিনি প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর একটি মসজিদ নির্মাণ করেছেন এবং প্রায় এক একর জমি নিয়ে একটি আমের বাগান করেছেন। এছাড়াও বর্তমানে তিনি কম্পিউটার ল্যাবকে আধুনিকায়ন করার প্রস্তুতি চালাচ্ছেন।



 

Show all comments
  • আদেশ ৮ জানুয়ারি, ২০১৮, ৯:২২ এএম says : 0
    ৬মাসে কারিগরি প্রশিক্ষন নিয়ে কোথাও কি চাকরি পাওয়া যায়?আমি কারিগরিতে প্রশিক্ষন নিতে চাচ্ছি।আর ভর্তি হতে গেলে কি কি কাগজ পত্র লাগে
    Total Reply(0) Reply
  • রেজা ইসলাম ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:৪০ এএম says : 0
    আমি ভর্তি হতে চাই
    Total Reply(0) Reply
  • সীমান্ত চন্দ্র রায় ৭ জুন, ২০২১, ১১:০৭ এএম says : 0
    আমি একজন বেকার যুবক হিসেবে আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে চাচ্ছি অনুগ্রহ পূবক আমাকে ট্রেনিং এ অংশ গ্রহণ করতে দিয়ে কৃতার্থ করবে
    Total Reply(0) Reply
  • Ram Chandra Ray ৭ অক্টোবর, ২০২১, ১১:২৯ এএম says : 0
    আমি রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশনিং ট্রেডে ৬মাসের কোর্স এ ভর্তি হতে চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ