Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁও বিমান বন্দর চালুর বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে : রাশেদ খান মেনন

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ঠাকুরগাঁও বিমান বন্দর চালুর বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় জন প্রতিনিধি ও এলাকার মানুষ সাথে থাকলে বিমান বন্দরটি চালু করা অসম্ভবের কিছু নয় বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রী গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় ঠাকুরগাঁও শহরের শিবগঞ্জ পরিদর্শনকালে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফরহাদ আহম্মেদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাবশী উপস্থিত ছিলেন। পরে তিনি বিমান বন্দর এলাকা পরিদর্শন করেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে ১৯৩০ সালে বিট্রিশ শাসনামলে ২৫০ একর জমির উপর বিমান বন্দরটি নির্মাণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঠাকুরগাঁও বিমান বন্দর চালুর বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে : রাশেদ খান মেনন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ