নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ আসরে গেল মৌসুমেই ষষ্ঠ দল হিসেবে সবকটি ম্যাচ জয়ের কীর্তি গড়েছিল রিয়াল মাদ্রিদ। এবার একই কীর্তির সামনে মাদ্রিদেরই আরেক ক্লাব অ্যাটলেটিকো। কিন্তু হিসাবটা ঠিক যতটা সহজ কাজটাও ঠিক ততটাই কঠিন। এজন্য আজ তাদের হারাতে হবে আসরের অন্যতম শক্তিশালী দল বায়ার্ন মিউনিখকে।
‘ডি’ গ্রুপের এই ম্যাচটি আবশ্য দু’দলের মর্জাদার লড়াই ছাড়া কিছুই নয়। আগেই গ্রুপ চ্যাম্পিয়ন অ্যাটলোটিকো মাদ্রিদের সাথে শেষ ষোল নিশ্চিত করেছে বায়ার্ন। তবে মিউনিখের এলিয়েঞ্জ অ্যারেনায় প্রতিশোধের প্রত্যয় নিয়েই মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। গ্রুপ পর্বের প্রথম লেগে তো বটেই সেই সাথে গেল মৌসুমে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তো ডিয়েগো সিমিওনের দলের কাছে হেরেই। কোনো কিছুই ভুলেনি বায়ার্ন। প্রমাণ মিলল আনচেলত্তির কথাতেই, ‘আমরা এই মুহূর্তে ছন্দে আছি। আগামীকাল (আজ) আমরা শক্ত একটা দলের মুখোমুখি হতে যাচ্ছি। তাই আমরা আধিপত্য ধরে রেখেই জয় নিশ্চিত করতে চাই। গত মৌসুমে তাদের কাছে হেরেই সেমি-ফাইনাল থেকে আমাদের বিদায় নিতে হয়েছিল।’ আনচেলত্তির দলের ছন্দে থাকার কথাতে অবশ্য কেউ কেউ আপত্তি তুলতে পারেন। শেষ পাঁচ ম্যাচে তার দল হেরেছে দুটিতে, ড্র একটি। এজন্যই হয়তো ইতালিয়ান কোচ বললেন, ‘অবশ্যই আমাদের কার্লোর খেলার ধরনের সাথে মানিয়ে নিতে হবে, আমি মনে করি আমরা তার খুব কাছাকাছিই পৌঁছে গেছি।’
আগেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়াই বার্সেলোনার কাছেও আজকের ম্যাচটি জয়-পরাজয়ের একটি পরিসংখ্যান ছাড়া কিছুই না। ক্যাম্প ন্যুতে তাদের প্রতিপক্ষ বরুশিয়া মশেনগøাডবাখেরও টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। এদিন তাই কিছু খেলোয়াড়কে বিশ্রামে রাখলেও রাখতে পারেন কোচ লুইস এনরিকে। তবে লিওনেল মেসির খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন তিনি। জার্মান প্রতিপক্ষের জন্য যা বড়ই দুশ্চিন্তার বিষয়। ইতোমধ্যে চার ম্যাচে দুই হ্যাটট্রিকসহ ৯ গোল হয়ে গেছে মেসির। আর দুটি গোল করলেই গেল মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা গ্রুপ পর্বে ১১ গোলের রেকর্ডে ভাগ বসাবেন আর্জেন্টাইন তারকা। কাজটা সারতে পারলে তো তোপটা তাদেও ওপরেই পড়বে।
আপাতদৃষ্টিতে ম্যাচটি গুরুত্বহীন হলেও এনরিকে অবশ্য এটিকে গুরুত্ব সহকারেই নিচ্ছেন, ‘লিগে আমাদের পরবর্তী প্রতিপক্ষ ওসাসুনার সাথে যেমন প্রস্তুতি নিতাম ঠিক একই রকম প্রস্তুতি নিচ্ছি আমরা। আমাদের লক্ষ সব ম্যাচেই জয়লাভ করা।’ বর্তমান সময়টা অবশ্য মোটেও ভালো যাচ্ছে না কাতালানদের। শেষ ম্যাচে এল ক্ল্যাসিকোয় করেছে ড্র। সাকুল্যে শেষ ৫ ম্যাচে জয় মাত্র একটিতে। তবে প্রতিপক্ষও যে খুব ভালো অবস্থানে আছে তা নয়। শেষ ৫ ম্যাচে তাদেরও জয় নেই একটিও, হার তিনটিতে।
একই রাতে মাঠে নামছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি, আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল ও ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিও। তবে বিশেষ নজর গ্রুপ ‘বি’তে। সব গ্রæপ থেকেই মোটামুটি পরের রাউন্ড নিশ্চিত হলেও এই গ্রæপ থেকে এখনো কেউই নাম নকআউট পর্বে নাম লেখাতে পারেনি। পর্তুগিজ প্রতিপক্ষ বেনফিকার মাঠে কঠিন পরীক্ষা দিতে হবে ইতালিয়ান ক্লাব নাপোলিকে। টেবিলে দু’দলেরই পয়েন্ট সমান ৮ করে। সেই হিসাবে ৭ পয়েন্ট নিয়েও সুভিদাজনক অবস্থানে তুর্কিশ দল বাসিকতাস। এদিন তাদের খেলতে হবে ডায়নামো কিয়েভের মাঠে। তবে আসরে এখনো পর্যন্ত জয়হীন দলের বিপক্ষে জয়ের আশা করতেই পারে বাসিকতাস।
পিএসভি-রস্তভ
বেনফিকা-নাপোলি
বায়ার্ন-অ্যাটলেটিকো
ডায়নামো কিয়েভ-বাসিকতাস
ম্যান সিটি-সেল্টিক
বাসেল-আর্সেনাল
পিএসজি-লুদোগোরেতস
বার্সেলোনা-ম’গøাডবাখ
দুই বছর আগে একমাত্র দল হিসেবে দুইবার গ্রæপ পর্বের সবকটি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুর দলটি আগের কীর্তি গড়েছিল ২০১১/১২ মৌসুমে। এই কীর্তি গড়ার রেকর্ড আছে আর মাত্র পাঁচ দলেরÑ এসি মিলান (১৯৯২/৯৩), পিএসজি (১৯৯৪/৯৫), স্পার্তাক মস্কোভা (১৯৯৫/৯৬) ও বার্সেলোনা (২০০২/০৩)। এবার এই কীর্তি গড়ার সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।