Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের উভচর বিমানের সফল উড্ডয়ন, জল ও আকাশপথে চলতে সক্ষম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৯ পিএম | আপডেট : ৩:০৩ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২২

সফলভাবে উড়লো চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত উভচর বিমান ‘এজি সিক্স জিরো জিরো এম- কুনলং’। শনিবার (১০ সেপ্টেম্বর) গুয়াংডং প্রদেশে এ পরীক্ষা চালায় দেশটির উড়োযান পরিবহন সংস্থা। খবর সিসিটিভি প্লাসের।

এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সকাল ৯টা ৩৬ মিনিটে ওড়ে বিমানটি। ২২ মিনিট আকাশে থাকার পর নিরাপদে অবতরণ করে।

কর্তৃপক্ষ জানায়, মূলত দাবানল নেভাতে ব্যবহৃত হবে বিশেষ বিমানগুলো। রয়েছে পানি বহন এবং নিক্ষেপের অত্যাধুনিক প্রযুক্তি। চলতি বছর আরও দুটি পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হয়েছে।

উৎপাদকদের প্রত্যাশা, আগামী বছর সরাসরি অভিযানে নামানো যাবে ৪টি উড়োযান। একইসাথে জলভাগ এবং আকাশপথে চলতে সক্ষম। এটি চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত দ্বিতীয় উভচর বিমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ