Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোর কলিজার টুকরার লাশটা ফেরত দাও

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কিছুই চাওনা শুধু মোর কলিজার টুকরার লাশটা ফেরত দাও গোসল করাই এনতে কবরত শান্তিতে ঘুমানোর জন্য রাখিবার পারি। কথাগুলি সীমান্তে ছেলের লাশের জন্য তীর্থের কাকের মতো বসে থাকা এক অসহায় মায়ের। গত বুধবার দিবাগত রাতে গুলি করে হত্যার পর পঁয়ষট্টি ঘণ্টা পার হলেও গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নবম শ্রেণীর ছাত্র মিনারুলের লাশ বিএসএফ সদস্যরা ফেরত দেয়নি।
দিনাজপুর সদর উপজেলার খান উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্র মিনারুল ইসলামকে তাইনুর সীমান্তে গুলি করে হত্যা করা হয়।

গত বৃহস্পতিবার সকালে বিজিবির পক্ষে লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়। লাশ ফেরত দেওয়া হবে হবে করে গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিহতের মা বাবা আত্মীয়-স্বজনরা সীমান্তে অবস্থান করতে থাকে। এর মধ্যে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশ সনাক্তকরণের কাজটি সম্পন্ন করে বিএসএফ। সন্ধ্যা গড়িয়ে আসলেও লাশ ফেরত দেয় না বিএসএফ। সন্ধ্যা ছয়টার দিকে বিজিবি ২৯ ব্যাটেলিয়ানের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির সীমান্তে অবস্থানরত গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে নিশ্চিত করেন যে শনিবার লাশ হস্তান্তর করা হবে না। মন্ত্রণালয়ের নির্দেশনা সাপেক্ষে পরবর্তীতে লাশ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ