Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় জেলা পরিষদ নির্বাচন ঘিরে আ.লীগ প্রার্থীদের দৌড়ঝাঁপ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বগুড়া জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমেছেন। চেয়ারম্যান পদে আ.লীগের অর্ধ ডজনের বেশী নেতা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য শহরের বিভিন্ন স্থানে প্যানা-পোস্টার টাঙ্গিয়ে দিয়েছেন। কেউ কেউ এখনই ভোটারদের সাথে মত বিনিময় ও শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। অন্যদিকে, বিএনপি দলীয় কোন প্রার্থীর নাম শোনা বা দেখা যায়নি।

তবে জাতীয়পার্টির সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এটিএম আমিনুল ইসলাম পিন্টুর নাম শোনা যাচ্ছে।
এদিকে বগুড়ায় ব্যাপকভাবে আলোচিত সমালোচিত ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দসহ অধিকাংশ দলীয় আ.লীগ নেতা দলের মনোনয়ন ফরম উত্তোলন করে জমা দিয়েছেন।

দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে বগুড়া জেলা পরিষদকে মডেল হিসেবে গড়তে চান মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতারা। উল্লেখ্য বিদ্যমান জেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ায় প্রতিটি জেলা পরিষদের জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে কিছুদিন আগে। গত মাসে সারাদেশে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় বগুড়ায় সরকারি দলের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে নানা কৌশল অবলম্বন করে চলছেন। সেই সাথে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন নানা মাধ্যমে। দলীয় মনোনয়ন পেতে গত সপ্তাহ থেকে কয়েকজন নেতা বগুড়া ছেড়ে রাজধানী ঢাকায় অবস্থান করছেন।

জেলা পরিষদের নির্বাচনে আ.লীগ মনোনয়ন প্রত্যাশী বগুড়া জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. মকবুল হোসেন, বগুড়া জেলা আ.লীগের সহ-সভাপতি টি জামাল নিকেতা, বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট রেজাউল করিম মণ্টু, সদ্য সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলু। এছাড়াও সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক পদ থেকে বহিস্কৃত বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঠিকাদার আব্দুল মান্নান আকন্দ দলীয় মনোনয়ন পেতে আ.লীগের দলীয় আবেদন পত্র উত্তোলন করে জমা দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ