Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার উপর প্রায় ১১ হাজার নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ২:২৫ পিএম

ভিয়েনায় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থায় রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ শুক্রবার বলেছেন, পশ্চিমা দেশগুলি রাশিয়ার উপর প্রায় ১১ হাজার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে।

তবে রাশিয়ান নাগরিকদের উপর এসব নিষেধাজ্ঞার তেমন কোন প্রভাব পড়ছে না উল্লেখ করে কূটনীতিক টুইটারে লিখেছেন, ‘পশ্চিম রাশিয়ার বিরুদ্ধে রেকর্ড-ব্রেকিং ১১ হাজার নিষেধাজ্ঞা প্রবর্তন করেছে। তবে রাশিয়ান নাগরিকরা এখন পর্যন্ত তার কোন অনুভব করেনি।’

‘ইতিহাসে প্রথমবারের মতো পশ্চিমা দেশগুলো অন্য রাষ্ট্রের বিরুদ্ধে প্রবর্তিত নিষেধাজ্ঞার পরিণতির সম্মুখীন হয়েছে,’ তিনি যোগ করেছেন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ডনবাসের নেতাদের আহ্বানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন।

এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে একের একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে। তবে রাশিয়া সে সব উপেক্ষা করেই তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ