মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি বছরের প্রথম সাত মাসে ভারতে ইরানের রপ্তানি বেড়েছে ৩৫ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে। তাসনিম নিউজ এজেন্সি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান এই বছরের সাত মাসের মধ্যে ভারতে ৩৬১ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। যেখানে গত বছরের একই সময়ের মধ্যে ২৬৭ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে দেশটি।
ভারতে রপ্তানি হওয়া পণ্যসামগ্রীর মধ্যে ফল ছিল প্রধান ইরানি পণ্য। মোট রপ্তানির ২৬শতাংশ আয় ছিল ফল থেকে।
উল্লিখিত সময়ের মধ্যে ইরান ভারতে ৯৬ মিলিয়ন ডলারের ফল রপ্তানি করেছে। বর্তমান বছরের জানুয়ারি-জুলাই মাসে ইরানে ভারতের রপ্তানিও ৫৪ শতাংশ বেড়েছে।
সূত্র: তেহরান টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।