Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের ৫৯টি দেশে জাফরান রপ্তানি করেছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৭ পিএম

চলতি ইরানি বছরের প্রথম ১০ মাসে ইরান থেকে ৫৯টি দেশে ১৭২ দশমিক ৭৫ মিলিয়ন ডলার মূল্যের ১৭৮ টন জাফরান রপ্তানি হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি ইরানি বছরের প্রথম ১০ মাসে (২১ মার্চ ২০২২ থেকে ২০ জানুয়ারি ২০২৩) ইরান থেকে ১৭২ দশমিক ৭৫ মিলিয়ন ডলার মূল্যের মোট ১৭৮ টন জাফরান রপ্তানি হয়েছে বিশ্বের ৫৯টি দেশে।

ফিন্যান্সিয়াল ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ইরানি জাফরানের সবচেয়ে বড় গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত, দেশটি ৬১ দশমিক ৭৩ মিলিয়ন ডলার মূল্যের ৫৪ টন জাফরান আমদানি করে।

এর পরে ৩৮ মিলিয়ন ডলার মূল্যের ৩৫ টন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন এবং চীন ৩২ মিলিয়ন ডলার মূল্যের ২৮ টন জাফরান আমদানি করে তৃতীয় স্থানে রয়েছে।

ইরান বিশ্বে উৎপাদিত জাফরানের ৯০ ভাগের বেশি উত্পাদন করে, যার ৮০ ভাগ রপ্তানি হয়।

সূত্র: মেহর নিউজ



 

Show all comments
  • Shahjalal ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৮ পিএম says : 0
    জাফরান কী ফল, না ফুল? জাফরানের কার্যকারিতা কী?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাফরান রপ্তানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ