মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহেই উজবেকিস্তানে এক শীর্ষ বৈঠকে মিলিত হবেন। বুধবার চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই ডেনিসভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুই নেতা উজবেকিস্তানের সমরখন্দে ১৫-১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংগঠনের (এসসিও) শীর্ষ সম্মেলনে বৈঠক করবেন।’
রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাসকে উদ্ধৃত করে ডেনিসভ বলেন, ‘আজ থেকে ১০ দিনেরও কম সময়ের মধ্যে সমরখন্দে এসসিও শীর্ষ সম্মেলনে আমাদের নেতাদের আরেকটি বৈঠক হবে। আমরা সক্রিয়ভাবে সেই বৈঠকের প্রস্তুতি নিচ্ছি।’ এই বৈঠক যদি আরেকটু পিছিয়ে যায়, তাহলে বলতে হয়, আড়াই বছর পর ফের বিদেশ সফর করতে চলেছেন চীনের প্রেসিডেন্ট।
রাশিয়ার গণমাধ্যম অবশ্য উজবেকিস্তানে শীর্ষ সম্মেলনের আগে শি জিনপিংয়ের কাজাখস্তান সফরের পরিকল্পনার কথাও জানিয়েছে। তবে, এই নিয়ে এখনও সরকারিস্তরে চীন কিছুই জানায়নি। তারমধ্যেই জিনপিংয়ের উজবেকিস্তান সফর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মাও নিং বুধবার এক সাংবাদিক বৈঠকে জানান, ‘আপনার প্রশ্নে, আমার কিছু বলার নেই।’
ক্রেমলিন ইউক্রেনে সৈন্য পাঠানোর কয়েক সপ্তাহ আগে ফেব্রুয়ারিতে বেইজিংয়ে পুতিন ও শি শেষ বৈঠক করেছিলেন। দুই প্রেসিডেন্ট একটি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই চুক্তি অনুযায়ী, দুই রাষ্ট্রই পরস্পরকে সবচেয়ে সুবিধাভোগী হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছিল। সূত্র: ইউকে মেট্রো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।